বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নাগার গ্রামের দরিদ্র প্রেমানন্দ সরকারের স্ত্রী পাঁচ সন্তানের জননী নির্মলা রানী সরকারের (৪৫) সাথে সংসারের অভাব-অনাটন নিয়ে প্রায়ই স্বামীর ঝগড়া লেগে থাকত। এ কারনে স্বামীর উপর অভিমান করে রোববার রাতে বাড়ির পুকুর পাড়ে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে দরিদ্র নির্মলা রানী সরকার। গতকাল সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওে থানায় নিয়ে আসে। পরে বিকেলে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।