বরিশালের আগৈলঝাড়ায় মাদকাসক্ত ছেলের হাত থেকে মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হয়ে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করায় অবশেষে মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্বরবাড়ি গ্রামে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার স্বরবাড়ি গ্রামের চিত্ত রঞ্জন বাড়ৈ ও তার পরিবার সদস্যরা মাদকাসক্ত ছেলে চিন্ময় (২৭) এর হাতে বিভিন্ন সময় নাজেহাল হয়ে আসছিল। কোনভাবেই মাদকাসক্ত ছেলের হাত থেকে রেহাই না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন হতভাগ্য পিতা চিত্ত রঞ্জন বাড়ৈ। বিজ্ঞ আদালত তার অভিযোগ আমলে নিয়ে চিন্ময় এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানা হাতে পেয়ে শুক্রবার সন্ধ্যায় এএসআই রাজু আহম্মেদ মাদকাসক্ত ছেলে চিন্ময়কে গ্রেফতার করেছে। অন্যদিকে মামলার পলাতক আসামী দক্ষিণ শিহিপাশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সৈয়দ সম্রাট (২০)কে এএসআই সরোয়ার বশির গ্রেফতার করেন।