fbpx
22.3 C
Barisāl
Wednesday, January 26, 2022

বরিশালে আওয়ামীলীগের ১১ নেতাকে নোটিশ

সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বরিশাল মহানগরের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বরিশাল মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনিরউদ্দিন তারিক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, নোটিশপ্রাপ্তরা হলেন-বরিশাল মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন আহমেদ বাবুল, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আশ্রাব উদ্দিন আহমেদ এমরাজ, ১০ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদ সাইফুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মজিবুল হক স্বপন, ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুদ খন্দকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী রোকন উদ্দিন, ১৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি বিদ্যুত কর্মকার পিংকু, ২৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবুল এবং ৩০ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা। মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোটেক গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, নোটিশপ্রাপ্তদের বিরুদ্ধে গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে সংগঠন বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এ কারণে তাদেরকে কেন বহিঃস্কার করা হবেনা জানতে চেয়ে নোটিশ দিয়ে আগামী সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ