fbpx
31.6 C
Barisāl
Monday, June 21, 2021

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বরিশালে আলোক প্রজ্জ্বলন

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই কলেজ শিক্ষার্থীসহ এ যাবতকালে সড়ক দুর্ঘটনায় নিহতের স্মরণে বরিশাল নগরীতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে সাতটা ৩১ মিনিট পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচী পালিত হয়েছে। সংগঠনের জেলা সংসদের সদস্য বিএম কলেজের ছাত্র রাহাত খানের সভাপতিত্বে আলোক প্রজ্জ্বলনে বক্তারা বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে যা চাইলেই সমাধান করা যায় এবং তা শিক্ষার্থীরা ইতোমধ্যেই করে দেখাচ্ছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ