নিরাপদ সড়ক বাস্তবায়নে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় কাগজপত্র বিহীন যানবাহন আটক করতে এবার রাস্তায় নেমেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা। যানবাহনে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি মামলা দায়ের করেছে। গতকাল সোমবার সকালে উপজেলা শহরের ফুল্লশ্রী বাইপাস মোড়ে যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা। তিনি সাংবাদিকদের জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সকলের জন্য নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে গতকাল সোমবার সকালে তিনি সকল প্রকার যানবাহনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৫জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।