বরিশালের আগৈলঝাড়ার সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কারফা গ্রামের দিনমজুর নগেন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে কারফা পাবলিক একাডেমীর ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী প্রিয়ন্তী বিশ্বাস (১১) নিজ ঘরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় স্থানীয় ও পরিবারের লোকজন প্রিয়ন্তীকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জ্যোতি রানী তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।