বরিশালের আগৈলঝাড়ায় গৈলা আল ফারুক এতিমখানার উদ্যেগে শোকের মাস উপলক্ষে এতিমদের নিয়ে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গৈলা আল ফারুক এতিমখানায় ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়নমনি শহীদ আঃ রব সেরনিয়াবাতসহ যারা শাহাদাৎবরন করছেন তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গৈলা আল ফারুক এতিমখানার সভাপতি বিশিষ্ট আ’লীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, সম্পাদক মোহাম্মদ আলী আকন, আ’লীগ নেতা সত্তার মোল্লা, ইস্তেয়াকুর রহমান শাহিন, ফরিদুল ইসলাম খান, সাখওয়াত হোসেন টুলু, সাজ্জাত হোসেন মিলুসহ প্রমুখ।