১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বরিশালের উজিরপুর পৌর ও বিএন খান ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্দ্যেগে বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের মধ্যে কুইজ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষার মধ্য দিয়ে এই প্রতিযোগীতা চলে।
এতে পৌর এলাকার উজিরপুর মহিলা কলেজ, উজিরপুর আলীম মাদ্রাসা, ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন ও শেরে বাংলা (পাইলট) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
প্রতিযোগীতায় সার্বিক সহযোগীতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী ও পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল সিকদারসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।
অনুষ্ঠিত কুইজ ও রচনা প্রতিযোগীতার ফলাফল আগামী ১৬ই আগস্ট উজিরপুর বি এন খান ডিগ্রী কলেজের সভাকক্ষে ঘোষণা করে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে।