বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার পতিহার এলাকায় ইয়াবা বিক্রির সময় ১৫৫পিচ ইয়াবাসহ খলিল খন্দকারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ। সে গৌরনদী উপজেলার জংগলপট্রি গ্রামের আইয়ুব আলী খন্দকারের ছেলে।
তার বিরুদ্ধে ডিবি’র এসআই নোমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। একই দিনে কোটালীপাড়া থানার মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মজিদ শেখের ছেলে বাদল শেখকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।