fbpx
37.6 C
Barisāl
Wednesday, April 21, 2021

আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত।

আগৈলঝাড়ায় মাসব্যাপি জাতীয় শোক দিবস পালন কর্মসূচীর অংশ হিসেবে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে ৪নং গৈলা মডেল ইউনিয়নের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, শোক র‌্যালী শেষে আলোচনা সভা, বাদ জোহর দোয়া মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়েছে।

গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর মোহম্মদ গাজীর সভাপতিত্বে গৈলা শিশু নিকেতন বিদ্যালয় হল রুমে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ সদস্য এ্যাডভোকেট অমিত দাস গুপ্ত, বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, মো. গিয়াস উদ্দিন মোল্লা, নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হালিমুজ্জান হালিম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রললীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ। বাদ জোহর ১৫ আগষ্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ