ইত্তেফাকুল ওয়াযেজীন বাংলাদেশ এর মাদারীপুর জেলা কমিটির কাউন্সিল ২০১৮ গতকাল রবিবার সকালে অনুষ্ঠিত হয়।
জেলা সদর মুক্তনগর মদিনাতুল উলুম মাদ্রাসায় সংগঠনের উপদেষ্টা মাওলানা মুহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম নাজিরী। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল হোসেন কুতুবী (রমজানপুরী), মাওলানা আসাদুজ্জামান (বাগেরহাটী), মাওলানা হাফিজুর রহমান মাহমুদ প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ছিদ্দীকিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল হোসেন কুতুবী (রমজানপুরী), সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুহসিন উদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক মাওলানা আসাদুজ্জামান (বাগেরহাটী), সহ-সম্পাদক আল আমীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মাহমুদসহ ১২ সদস্য বিশিষ্ট মাদারীপুর জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।