বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা খাকপাড়া হাজী বাড়ি জামে মসজিদে যাবার একমাত্র স্লাব ব্রিজের স্লাব ভেংগে যাওয়াতে মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসুল্লীরা জীবনের ঝুকি নিয়ে ব্রিজ পাড় হচ্ছে। গত ২৪ আগস্ট জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় মোঃ শাজাহান সরদার ও সুলতান সরদার ২বৃদ্ধ ভাংগা স্লাব দিয়ে হাটতে গিয়ে পা ফসকে পরলে অন্য মুসুল্লীরা তাকে ধরে তুলে। জরুরী ব্রিজটি মেরামত না করলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। মসজিদের প্রধান মুসুল্লী সুলতান সরদার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিনসহ সকল মুসুল্লীদের প্রানের দাবী উর্ধতন কর্তৃপক্ষ যেন জরুরী ভাবে ব্রিজটি মেরামতের ব্যবস্থা করে মুসুল্লীদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করেন।