বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলার এক পলাতক আসামী প্রকাশ্যে ঘুরে আবারও মাদক বেচা কেনার অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে গৈলা মনসা বাড়ির ব্রিজ সংলগ্ন রাস্তায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় এসআই মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মধ্য শিহিপাশা গ্রামের ইমদাদ সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী নয়ন সরদার (২২)কে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় অন্য ইয়াবা ব্যবসায়ী একই এলাকার আলমগীর বার্বুচীর ছেলে আলামিন তখন পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এঘটনায় পুলিশের এসআই মোশারফ হোসেন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। আলামিন বর্তমানে পুলিশের কাছে পলাতক থাকলেও এলাকার একাধিক ব্যক্তিরা জানান, ইয়াবা ব্যবসায়ী আলামিন আবারও প্রকাশ্যে ঘুরে মাদক বেচা কেনা করছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।