fbpx
37.6 C
Barisāl
Wednesday, April 21, 2021

ঋণের টাকার জন্য আগৈলঝাড়ায় মাকে পিটিয়ে আহত করেছে ছেলে।

বরিশালের আগৈলঝাড়ায় ঋণগ্রস্থ ছেলের সাথে বাকবিতন্ডার এক পর্যায় মাকে পিটিয়ে আহত করেছে ছেলে। গুরুতর আহত অবস্থায় মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের খগেন বল্লভের ছেলে কার্তিক বল্লভ বিভিন্ন এনজিওসহ বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্থ হয়ে পরে। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মা প্রভারানী বল্লভের সাথে ঋনগ্রস্থ ছেলে কার্তিক বল্লভের ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায় ছেলে কার্তিক মা প্রভারানীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রভাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ