জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় পল্লীবিদ্যুৎতের জোনাল অফিসের উদ্যেগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে উপজেলা সদরে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, পল্লীবিদ্যুৎতের আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএম মো.হযরত আলী, এজিএম দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, পল্লীবিদ্যুৎতের জোনাল অফিসের পরিচালক(মহিলা) পাপড়ী মন্ডল ও পুরুষ মিনাল কান্তি হালদার প্রমুখ।