fbpx
22.3 C
Barisāl
Wednesday, January 26, 2022

আগৈলঝাড়ায় নায্যমূল্যে চাল বিক্রির উদ্বোধন।

বরিশালের আগৈলঝাড়ায় ১০টাকা কেজি দরে নায্যমূল্যের চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল ৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার গৈলা বাজারে ১০টাকা কেজি দরে নায্যমূল্যের চাল বিক্রি উদ্বোধন করেন। দুই ডিলারের মাধ্যমে ইউনিয়নের ৮শত ৩০জন ১০ টাকা দরে এই নায্যমূল্যের চাল নিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার প্রান কুমার ঘটক, ডিলার জাকির হোসেন মানিক মোল্লা, ইউপি সদস্য চাঁন সেরনিয়াবাত, পবিত্র রানী বাড়ৈসহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ