বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে বাল্য বিয়ে প্রতিরোধ, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, ওসি (তদন্ত) মো. নকিব আকরাম, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়কক কর্মকর্তা দীপিকা রানী সেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস প্রমুখ।