বাল্য বিয়েসহ সকল ধরনের নারী নির্যাতন প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদের গৃহীত কার্যক্রমের উপর গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা পরিষদ ডাকবাংলার হলরুমে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে বাল্য বিয়েসহ সকল ধরনের নারী নির্যাতন প্রতিরোধের উপর গনশুনানির পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আঞ্জলিক পরিচালক মেহের আফরোজ মিতা, উপজেলা জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি মহাদেব বসু, ইউপি সদস্যা পবিত্র রানী বাড়ৈ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আগৈলঝাড়া প্রতিনিধি মো.সাইফুল ইসলাম লিটন, নারী নেত্রী মায়া রানী বাড়ৈ, এনজিও প্রতিনিধি কাজল দাশ গুপ্ত, আনসার ভিডিপি প্রশিক্ষক হানিফ মৃধা প্রমুখ।