fbpx
23.7 C
Barisāl
Thursday, October 21, 2021

আগৈলঝাড়ায় বাল্য বিয়ে বন্ধে র‌্যালী ও আলোচনা সভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে সহিংসতা প্রতিরোধ বাল্য বিয়ে বন্ধ ও অধিকার সু-রক্ষা বিষয়ে গণসচেতনা সৃষ্টির লক্ষে ভ্যান র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে র‌্যালিটি বাশাইল ওয়পদা সড়ক থেকে বের হয়ে রাজিহার ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাশাইল বাজারের ওয়পদা সড়কে গিয়ে শেষ হয়। পরে জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের রাজিহার ইউনিয়ন সভাপতি দীনেশ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে আলোচনা সভায় ্বক্তব্য রাখেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের উপজেলা সভাপতি মহাদেব বসু, হ্যাঙ্গার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ নেতা মতিউর রহমান হাওলাদার, আওয়ামীলীগ নেতা প্রিয়লাল কর্মকার, আনসার ভিডিপি প্রশিক্ষক হানিফ মৃধা, ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়ের, নারী নেত্রী সেলিনা বেগম প্রমূখ। দুপুরে রাজিহার ইউনিয়নে বিভিন্ন গ্রামে বাল্য বিয়ে বন্ধে বাড়িতে বাড়িতে প্রচারাভিযান ও লিফলেট বিতরন করা হয়। বিকেল চারটায় বাশাইল ওয়পদা সড়কে বাল্য বিয়ে প্রতিরোধে ম স্থ হয় গণনাটক “বাল্য বিয়ে” নাটকটি রচনা ও প্রযোজনায় ছিলেন মহাদেব বসু।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ