বরিশালের আগৈলঝাড়ায় ৫০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার। এ ঘটনায় র্যাব বাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের খবর পেয়ে বরিশাল র্যাব-৮ এর একটি দল রোববার রাতে আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী রশিদ ফকিরের ব্রীজের উপর থেকে একই উপজেলার রতœপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী সৌরভ হাওলাদারকে (১৯) ৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সৌরভের বিরুদ্ধে বরিশাল র্যাব-৮এর ডিএডি মো.জহিরুল ইসলাম বাদী হয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন, নং-১০ (২৪.৯.১৮)। এর আগেও সৌরভ গত ফেব্রুয়ারি মাসে ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের হাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত সৌরভকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।