বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার চাদঁত্রিশিরা গ্রামের মৃত.কাসেম বাহাদুরের ছেলে আমিনুল বাহাদুর নিজ এলাকা থেকে ২৫গ্রাম গাঁজাসহ এসআই শাহানুর ও মনিরুল ইসলাম মঙ্গলবার রাতে গ্রেফতার করে। এ ঘটনায় গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ীকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।