fbpx
15 C
Barisāl
Saturday, January 29, 2022

আগৈলঝাড়ায় পিতা ও ভাইকে কুপিয়েছে বখাটে বড় ভাই।

বরিশালের আগৈলঝাড়ায় পিতা ও ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে বখাটে বড় ভাই নোভেল। গুরুতর অবস্থায় তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের কাপড় ব্যবসীয় বাবুল মোল্লার ছোট ছেলে ও বিএইচপি একাডেমীর নবম শ্রেণীর ছাত্র নাঈম মোল্লার মোবাইল ফোন নিয়ে যায় বড় ভাই নোভেল মোল্লা। গতকাল রোববার সকালে ছোট ভাই নাঈম তার মোবাইল ফোন বড় ভাই নোভেলের কাছে চাইতে গেলে দিতে অপরাগতা প্রকাশ করে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে উত্যপ্ত বাক বিতন্ডার এক পর্যায় বখাটে বড় ভাই নোভেল ’দা’ দিয়ে ছোট ভাই নাঈম মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে। ছেলে নোভেল মোল্লার কাছে নাঈমকে কোপানোর কথা জিজ্ঞাসা করতে গেলে উপজেলা সদরের কাপড় ব্যবসায়ী পিতা বাবুল মোল্লাকেও কুপিয়ে আহত করে বখাটে ছেলে নোভেল। স্থানীয়রা পিতা ও ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ