বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা সদর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের মাঝে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল হক তালুকদার, ইপিআই টেকনিশিয়ান রোঃ লোকমান হোসেন, শিক্ষক দীনেশ চন্দ্র ঘটক প্রমুখ। পরে অতিথিরা সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে কৃমির ট্যাবলেট বিতরন করেন।