বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আগৈলঝাড়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, সোমবার রাত দশটার দিকে মাদক সেবন ও কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ পুলিশের একদল উপ-পরিদর্শক উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের কাওসার মোল্লার বাড়ির সামনের রাস্তার উপর থেকে ওই গ্রামের মৃত মোফাজ্জল আকনের ছেলে মশিউর রহমান আকন (২৮), একই গ্রামের মোশারেফ হোসেন আকনের ছেলে মাহফুজ আকন (২৩) ও নগড়বাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (২২) কে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশী করে মশিউরের কাছ থেকে ১০পিচ, ফিরোজ ও মাহফুজের কাছ থেকে ৫পিচ করে মোট ২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে সোমবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন, নং-১(১.১০.১৮)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।