যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান
সরোয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ‘না’ বলার জন্য
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে আরও শক্তিশালী হয়ে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল
প্রেস ক্লাবে মহিলা দলের উত্তর জেলা কমিটির কর্মীসভায় প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মজিবর রহমান সরোয়ার বলেন, আগামী নির্বাচনে নারীদের ভোট দেওয়ার অধিকার
আদায় করার জন্য আন্দোলন সংগ্রামসহ অতন্দ্র প্রহরী হিসেবে মহিলা দলকে
দায়িত্ব পালন করতে হবে।
বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা বেগমের সভাপতিত্বে বক্তব্য
রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস,
বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল
উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।