বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষে নারীসহ অন্তত ১০জন আহত’র ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার দ্ইু আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার বাগধা গ্রামের আনন্দ বল্লভের সাথে প্রতিবেশী ননী বল্লভের জায়গার বিরোধ নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়। এঘটনায় আনন্দ বল্লভ বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। ওই মামলার আসামী প্রভাষ বল্লভ ও ধীরেণ বল্লভকে রোববার বিকেলে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।