বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বিদ্যাপিট আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর ছাত্র-ছাত্রীর অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর মান উন্নয়ন, শিক্ষা ও খেলাধুলার উন্নয় উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবিক উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়াম্যান মো. জসিম উদ্দিন সরদার, ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী, একাডেমি সুপার ভাইজার প্রাণ কুমার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, শিক্ষক রনজিৎ, সাংবাদিক এসএম ওমর আলী সানি, অভিভাবক দেলোয়ার হোসেন, শিখা বাড়ৈ, সুমা কর প্রমূখ।