বরিশালের আগৈলঝাড়ায় আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রোজীনা আক্তার, জাতীয় কণ্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের উপজেলা সভাপতি মহাদেব বসু, দি হ্যাঙ্গার প্রজক্টে বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম লিটন প্রমুখ।