fbpx
25.2 C
Barisāl
Friday, April 16, 2021

আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করলেও অপর এক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী মোড় থেকে ফুল্লশ্রী গ্রামের মালেক বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী সোহেল বেপারী (২২)কে ১০ পিচ ইয়াবাসহ আটক করেন। এ সময় অপর মাদক ব্যবসায়ী রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে, নং-৭ (১১.১০.১৮)। শুক্রবার সকালে গ্রেফতারকৃত সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ