বরিশালের আগৈলঝাড়া সদ্য যোগদানকারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ ইউপি সদস্যরা। গত বুধবার রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের কক্ষে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মশিউর সরদার, পবিত্র রানী বাড়ৈ, শোভা রায়, বেবি খানম, জামাল হোসেন, কুদ্দুস মোল্লা, সুশান্ত সরকার কালু, জামাল সরদার, ইউপি সচিব অভিনাষ বাড়ৈ প্রমুখ।