বয়স মাত্র ১১ বছর প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম ক্লাশে মেধাবী এক বালক। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের শ্রমজীবি কুমোদ বালার পুত্র মানস বালা দীপ। গ্রামের দুর্গা পূঁজার প্রাককালে মৃৎ শিল্পীরা প্রতিমা তৈরি করতে আসলে মানস নজর রাখে শিল্পীর তুলির আচরে। মৃৎ শিল্পের এককাগ্রতায় দুবছর পূর্বেই বাড়ির আঙ্গিনায় মন্দিরে গোপাল প্রতিমা তৈরি করে দীপ। এবছর ক্ষুদে এই শিল্পী ছোট আকারের দুর্গা প্রতিমা তৈরি করে এলাকায় সারা জাগিয়েছে। দীপের তৈরি করা প্রতিমায় ঘটস্থাপন করে যথা নিয়মে তার অভিভাবকদের উৎসাহ উদ্দিপনায় দুর্গা পূজা আয়োজন চলছে ধুমধামেই। অভিভাবকদের প্রত্যাশা ভবিষ্যতে দীপ একজন দক্ষ মৃৎ শিল্পী হয়ে গড়ে উঠবে। এই জন্য সবার সহযোগীতা কাম্য।