বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের মনির সরদারের বাড়ির সামনের রাস্তা থেকে ২০পিচ ইয়াবাসহ বাবু মাতুব্বর (২৫)কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাবু গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের হান্নান মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে বুধবার রাতেই আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই আব্বাস উদ্দিন মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত বাবুকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।