fbpx
26.1 C
Barisāl
Tuesday, September 28, 2021

উজিরপুরে ভক্তের উদ্যোগে আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

সদ্য প্রয়াত সুরের জাদুকর কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনা করে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তার (আইয়ুব বাচ্চু) ভক্ত উজিরপুর পৌর এলাকার বাসিন্দা জিন্নাত খানের উদ্যোগে মসজিদে এ বিশেষ দোয়া মোনাজাত হয়েছে। এতে উপজেলার বিশিষ্টজনেরা সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে মিলাদে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ