জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের উজিরপুরে মিজানুর রহমান বেপারী (২৫) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকালে নিহতের বড় ভাই মোস্তফা কামাল বাদী হয়ে প্রতিপক্ষদের ১২ জনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর মালিকান্দা গ্রামের মৃত আঃ হক বেপারীর ছেলে মোস্তফা বেপারীসহ তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির মৃত সেকান্দার বেপারীর ছেলে দুলাল বেপারী ও তার স্বজনদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের উদ্দেশ্যে মোস্তফা গংদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ দুলাল বেপারী ও তার স্বজনরা।
এ সময় মোস্তফাসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করতে দেখে তার (মোস্তফা) সহোদর প্রতিবন্ধী মিজান এগিয়ে আসলে প্রতিপক্ষরা মিজানকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আশংকাজনক অবস্থায় মিজানকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে (মিজান) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর চিকিৎসকরা আহত মিজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার ২১ দিন পরে গত ২২ অক্টোবর রাতে মারা যায় আহত প্রতিবন্ধী মিজানুর রহমান।
এ ঘটনায় নিহতর বড় ভাই মোস্তফা কামাল বেপারী বাদী হয়ে মঙ্গলবার বিকালে প্রতিপক্ষ দুলাল বেপারী (৫০), এসকেন্দার বেপারী (৭৫), এনায়েত বেপারী (৩৮), কাওছার বেপারী (৪০), জাকির বেপারী (৩০) ও তার মা আকলিমা বেগম (৫০), স্ত্রী রিমা আক্তার (২৫) সহ আরও পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।