আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদীর নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে দুই শতাধিক মোটর সাইকেলে শো-ডাউন করে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। মোটর সাইকেল শো-ডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগৈলঝাড়া উপজেলা বাগধা আলিম মাদ্রাসায় গিয়ে শেষ হয়।। দুপুরে উপজেলা বাগধা আলিম মাদ্রাসায় গৌরনদী উপজেলা মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক মো. আবদুল আজিজ এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, বরিশাল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী, আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারন সম্পাদক গোলাম মাহমুদ হাওলাদার, মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মোল্লা, উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু ইসহাক আনসারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা হাফেজ মো.আসাদুল্লাহ ও মাওলানা মো. মুক্তি কামাল প্রমুখ। সভায় বক্তরা র্নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।