বরিশালের আগৈলঝাড়ায় সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা প্রয়াত সুপীন চন্দ্র ঢালীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বুধবার সকালে বিদ্যাল প্রাঙ্গনে নির্মলেন্দু ঢালীর সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন চেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র ঢালী, সাহেবেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সরকার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র বালা, সহকারী শিক্ষক মিরন চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আঃ হক জাহিদী, সন্তষ কুমার সরকার, সমাজসেবক সুনীল কুমার ঢালী, রতন ঢালী প্রমুখ।