fbpx
28.5 C
Barisāl
Monday, April 12, 2021

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৪৩ তম জেল হত্যা দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৪৩তম জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে কর্মসূূচির শুরুতেই উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন দলীয় নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন শেষে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকের গুলিতে নিহত জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এর পর হাজারো নেতা কর্মীর অংশগ্রহণে বের হয় বিশাল শোক র‌্যালী। র‌্যালীটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য করেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার মোল্লা, যতীন্দ্র নাথ মিস্ত্রী, বরিশাল জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, শফিকুল হোসেন টিটু তালুকদার, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি লিটন আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মোঃ মহিবুল্লাহ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ