বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারী অফিসের তালা ভেঙেছে চোরের দল। এঘটনায় পৃথক ভাবে থানায় সাধারন ডায়রী করা হয়েছে। জানা গেছে, গত বুধবার গভীর রাতে উপজেলার নির্বাচন কমিশন অফিস, ভূমি অফিস, আনসার ভিডিপি অফিস ও ব্যাংক, বিআরডিবি অফিস, বিআরডিবি-৩ অফিস, একটি বাড়ি একটি খামার অফিসের তালা ভেঙ্গে চোরের দল কিছু না নিয়ে অফিস তছনছ করে। অভিযোগ রয়েছে প্রত্যেকটি অফিসের নাইটগার্ড থাকা সত্ত্বেও তারা রাতে অফিসে থাকে না। খোঁজ নিয়ে জানা গেছে, অফিসের নাইটগার্ড যারা তাদেরকে দিয়ে দিনে অফিসের কাজ করানোর কারনে তারা বেশির ভাগ ব্যক্তিই রাতে অফিসে থাকে না। বিভিন্ন অফিসের তালা ভাঙ্গার পর টনক নড়ে কর্মকর্তাদের। এঘটনার পর থেকে উপজেলার প্রত্যেকটি অফিসে এখন রাতে নাইটগার্ড রয়েছে। এঘটনায় পৃথক ভাবে থানায় সাধারন ডায়রী করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।