fbpx
22.3 C
Barisāl
Wednesday, January 26, 2022

আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে হাম, নাত, গজল, আবৃত্তি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের হল রুমে দিবসটি উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক, প্রধান শিক্ষক জহিরুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সরদার শাহআলম, কবি অবিচল আঃ মান্নান, এনজিও পরিচালক কাজল দাশ গুপ্ত প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ