বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাদের ভবনের সামনে খালের উপর এলজিইডি’র অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে ব্রিজ বাস্তবায়ন কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন জানান, উপজেলা পরিষদের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের যোগাযোগের জন্য খালের উপর দীর্ঘ দিন যাবত একটি ব্রীজ নির্মানের দাবি ছিল মুক্তিযোদ্ধাদের। আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির’র প্রচেষ্টায় অবশেষে বাস্তবায়ন হচ্ছে মুক্তিযোদ্ধাদের সেই ব্রীজ। এলজিইডি বিভাগ থেকে ১কোটি ২০ লাখ টাকা ব্যায় বরাদ্দে বৃহস্পতিবার সকালে ৫০ফুট দীর্ঘ ও ১৪ফুট প্রশস্ত ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী রাজকুমার গাইন, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, ঠিকাদার শফিকুর ইমলাম সকুলসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।