বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় জায়গার গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১০জন। গুরুতর আহত ৬জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের তপন দাস ও দীপক দাসের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা রয়েছে। গতকাল শনিবার সকালে ওই বিরোধীয় জায়গার গাছ শ্রমিক নিয়ে কাটতে থাকে দীপক দাস। এ সময় প্রতিপক্ষ তপন দাস গাছ কাটায় বাধাঁ দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের দীপক দাস, গোবিন্দ দাস, তপন দাস, সুমন দাস, মুকুল রানী, অনিতা দাস, অশোক দাস, অঞ্জু দাস ও সবিতা দাসসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তপন দাসের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।