fbpx
21.2 C
Barisāl
Tuesday, December 7, 2021

আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন।

এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ

“কন্যা শিশুর জাগরন, আনবে দেশে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট, দি হাঙ্গার প্রজেক্ট ও এইচডিও এনজিও’র সহযোগীতায় গতকাল শুক্রবার সকালে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদারের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, শিক্ষাবিদ মহাদেব চন্দ্র বসু, প্রভাষক দীনেশ জয়ধর, প্রধান শিক্ষক নুরুল হক, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো.সাইফুল ইসলাম লিটন, এইচডিও এনজিও’র পরিচালক কাজল দাশ গুপ্ত।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ