এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, উপজেলার মোল্লাপাড়া গ্রামের জীবন রায়ের ছেলে জয়ন্ত রায়(৩৫)কে একটি মামলায় তার অনুপস্থিতে আদালত এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে। ওই সাজাপ্রাপ্ত আসামী জয়ন্ত রায়কে বৃহস্পতিবার রাতে পুলিশ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।