বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের চা বিক্রেতা সিরাজুল মোল্লার দুই বছরের শিশু পুত্র তাসকিন খেলতে গিয়ে সবার অজান্তে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পুকুরে পরে যায়। তার পরিবার ও বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোজা খুজি করে তাসকিনকে বাড়ির পাশের পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।