হাইকোটের বিচারপতি মো. শহিদুল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকালে হাইকোটের বিচারপতি মো. শহিদুল করিম গ্রামের বাড়ী আগৈলঝাড়া উপজেলাধীন বাশাইল গ্রামে নিজ বাড়িতে ছুটিতে আসলে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাস গুপ্ত, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কে,এম আজাদ রহমান, সাংবাদিক পলাশ দত্ত প্রমুখ। এসময় বিচারপতি শহিদুল করিমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের আলাপ আলোচনা হয়েছে।