বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় মুক্তিযোদ্ধাকে মারধরের মামলার এক আসামীকে পুলিশ গ্রেফতার করে। তাকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। উপজেলার অশোকসেন গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল ফকির ও তার ছেলে শরীফ ফকিরকে মাদক সেবনকারীরা মারধর করে আহত করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামী অশোকসেন গ্রামের বাবুল খোন্দকারকে শনিবার বিকেলে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।