এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ফারিয়ার উদ্যেগে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে গৌরনদী-পয়সারহাট মহাসড়কের পাশে উপজেলা হাসপাতালের সামনে উপজেলা ফারিয়ার উদ্যেগে ফারিয়া প্রতিনিধিদের কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ন বেতন কাঠামো তৈরীসহ ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরীর ‘সুনির্দিষ্ট নীতিমালা’ প্রণয়নের দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় ফারিয়ার কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা ফারিয়ার সভাপতি শিকদার মোঃ জহিরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফারিয়ার সদস্য এসএম রাসেল বাবু, এমডি আনোয়ার হোসেন মৃধা, সুমন আলী, সমরেশ তপাদার ও মাহবুবুর রহমান মোর্শেদ, শহিদুল ইসলাম, আশ্রাফুল ইসলাম, শাহিন হোসেন, সুমন দেউরী প্রমুখ। বক্তারা সভা শেষে বলেন, আগামী ১৫ নভেম্বর এর মধ্যে উপরোক্ত দাবী গুলো না মানলে লাগাতর কর্মসূচীর ঘোষনা দেওয়া হয়।