এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার মান উন্নয়নে জন্য বিজ্ঞান সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার রতœপুর ইউনিয়নের সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল চন্দ্র ঢালীর সভাপতিত্বে বিজ্ঞান সামগ্রী বিতরন সভায় বক্তব্য রাখেন, প্রবীন শিক্ষক সুধীর চন্দ্র ঢালী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বালা, শিক্ষক সুমন কুমার ঢালী, শ্রীমতি চন্দনা বিশ্বাস, রমেশ চন্দ্র বাড়ৈ, শিক্ষক সুবোধ চন্দ্র সরকার, পল্ল¬ী চিকিৎসক সন্তোষ সরকার, গণেশ চন্দ্র রায় প্রমূখ। পরে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা নিজ উদ্যেগে বিজ্ঞান সামগ্রী ক্রয় করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন।