বরিশালের উজিরপুর উপজেলার রামেরকাঠী গ্রামের ৪৫ বছর পূর্বের বিক্রিত জমি দখল করার জন্য মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র সিকদারের পুত্র শিশির সিকদার জানান, বিগত ৪৫ বছর পূর্বে রামেরকাঠী মৌজার ২৫৮ নং খতিয়ানের ৩৩৬ দাগের ১ একর ১২ শতক জমি একই গ্রামের মহেন্দ্র মন্ডলের কাছ থেকে সাব-কবলা দলিলমূলে ক্রয় করেন সুনিল চন্দ্র সিকদার। দলিল মোতাবেক সে জমি ভোগ দখল করে আসছে সুনিল চন্দ্র সিকদারের ওয়ারিশেরা।
তিনি অভিযোগ করে আরও বলেন, তাদের ভোগ দখলীয় জমির ৩৩৬ নং দাগের এস এ পর্চায় ভূলক্রমে ৩৩৮ নং দাগ হওয়ায় মহেন্দ্র মন্ডলের পুত্র মনোজ মন্ডল গংরা তাদের পিতার বিক্রিত জমি পূনরায় দখল করার চেষ্টা চালিয়ে আসছে। ২০১৩ সালে এসএ পর্চার ভূল সংশোধনের জন্য বরিশাল বিজ্ঞ জজ আদালতে মামলা করলে বিবাদীদের উক্ত জমিতে যেতে নিষেধাজ্ঞা জারী করে আদালত। এরপরও আদালতের নির্দেশ উপেক্ষা করে স্থানীয় মনোরঞ্জন শীল, শান্ত শীলসহ এলাকার একটি কু-চক্রী মহলের প্ররোচনায় গত কয়েকদিন পূর্বে মারামারির নাটক সাজিয়ে উজিরপুর মডেল থানায় একটি মিথ্যে মামলা দিয়ে হয়রানী করে জমি দখল করার চেষ্টা চালাচ্ছে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, মারপিটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মারামারি কোন আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষকে ফাসানোর জন্য অভিযোগটি দেওয়া হয়েছিলো।