বরিশালের আগৈলঝাড়ায় ঘর পোড়া মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি ও যুবদলের নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের প্রবাসী নুর মোহম্মদ মিয়ার ঘর পুড়িয়ে দেয় দুস্কৃতিকারীরা। নুর মোহম্মদের স্ত্রী সান্তনা বেগমের ২২ ডিসেম্বর দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জেলা (উঃ) বিএনপি’র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু (৫৮), সুজনকাঠী গ্রামের সুরেন্দ্র নাথ বেপারীর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কার্ত্তিক বেপারী (৫০), বাগদা গ্রামের আজাহার ভাট্টির ছেলে ইউসুফ ভাট্টি (৩০) ও রাজিহার গ্রামের মালেক সরদারের ছেলে নুরুল ইসলাম সরদার (২৭)কে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।